১৪ জুলাই, ২০১৮ ১১:৩৫

এ বছর হজে কোনো প্রতারণা ও ভোগান্তি হবে না, গ্যারান্টি মন্ত্রীর

অনলাইন ডেস্ক

এ বছর হজে কোনো প্রতারণা ও ভোগান্তি হবে না, গ্যারান্টি  মন্ত্রীর

ফাইল ছবি

এ বছর পবিত্র হজব্রত পালনে যাত্রীদের কোনো ধরনের প্রতারণা কিংবা ভোগান্তির শিকার হবেন না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বলেন, ‘গ্যারান্টি দিচ্ছি, এবার ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেউ ধরনের প্রতারণা কিংবা কোনো ভোগান্তির শিকার হবেন না।

শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, 'যারা আজ রওনা হলেন, তারা সুন্দরভাবে সৌদি আরবে পৌঁছবেন বলে আশা করছি। তারা যেন সুষ্ঠুভাবে হজ শেষে দেশে ফিরতে পারেন, সে প্রত্যাশাও থাকল।'
 
এ সময় বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী শাজাহান কামাল সাংবাদিকদের বলেন, ‘এবার উড়োজাহাজের কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা নেই। ইতোমধ্যে অনেক বিমানের টিকেট হয়ে গেছে। ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই হবে।’

প্রসঙ্গত, শনিবার সকালে ৪১৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১০১১ ফ্লাইটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। যা এ বছরের প্রথম হজ ফ্লাইট। 

বিডি-প্রতিদিন/১৪ জুলাই, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর