১ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৩৭

হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৫ হাজার ৬৪১ হাজী

অনলাইন ডেস্ক

হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৫ হাজার ৬৪১ হাজী

ফাইল ছবি

চলতি বছর হজ পালন শেষে দেশে ফেরা শুরু করেছেন হাজীরা। গত ২৭ আগস্ট থেকে আজ শনিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৪৩টি ফ্লাইটযোগে ১৫ হাজার ৬৪১ জন হাজী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। 

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৪টি ফ্লাইট ও সৌদি এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান। এ বছর হজ শুরু হয় গত ২০ আগস্ট। হজের আনুষ্ঠানিকতা শেষে ২৭ আগস্ট হাজীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়, চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ হজ অফিস (জেদ্দা) সূত্রে এ তথ্য জানা গেছে।

এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ও সৌদি এয়ারলাইন্সের ৩৭১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন হজের উদ্দেশে সৌদি আরবে গেছেন। এর মধ্যে ইস্যু করা হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৮৩ জন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর