১০ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৪০

পবিত্র আশুরা ২১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা ২১ সেপ্টেম্বর

আগামী ১২ সেপ্টেম্বর (বুধবার) হিজরী নববর্ষ ১৪৪০। হিজরী বর্ষপঞ্জী অনুযায়ী পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে ১২ সেপ্টেম্বর। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর (শুক্রবার) সারা দেশে পালিত হবে পবিত্র আশুরা। সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে। 

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে জানানো হয়, বাংলাদেশের আকাশে সোমবার কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) পবিত্র জিলহজ্জ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ১২ সেপ্টেম্বর (বুধবার) থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে।  

সোমবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর