১০ অক্টোবর, ২০১৮ ২১:৪৭

পবিত্র আখেরি চাহার শোম্বা ৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আখেরি চাহার শোম্বা ৭ নভেম্বর

বাংলাদেশের আকাশে বুধবার ১৪৪০ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে হিজরী সন গণনারীতি অনুযায়ী মহররম মাসের ৩০ দিন পূর্ণ করা হবে আগামী বৃস্পতিবার এবং পরদিন শুক্রবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৮ সফর বা ৭ নভেম্বর বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

ফারসি শব্দমালা আখেরি চাহার শোম্বা অর্থ শেষ চতুর্থ বুধবার। প্রিয় নবী ও রাসূল হযরত মোহাম্মদ (সা.) জীবন সায়াহ্নে এসে এদিন রোগমুক্তি লাভ করেন এবং শুকরিয়া হিসেবে গোসল করে দু’রাকাত নফল নামাজ আদায় করেন। তাই দিনটিকে মুসলমানেরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করে থাকেন। 

বিডি-প্রতিদিন/১০ অক্টোবর, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর