১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৫৯

ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি

অনলাইন ডেস্ক

ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি

টঙ্গীর তুরাগ তীরে আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমা। ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম দিন জুমার নামাজে অংশ নিয়েছেন কয়েক লাখ মুসল্লি।

জুমার নামাজে অংশ নিতে সকাল থেকে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকাগুলোর মুসল্লিরা বিশ্ব ইজতেমা ময়দানে জমায়েত হন। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব ও তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের। দুপুর ১টা ৪২ মিনিটে নামাজ শুরু হয়।

ইজতেমা ময়দানে জুমার নামাজে ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজম উল্লাহ খানসহ প্রমুখ শরিক হন।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর