১৮ এপ্রিল, ২০১৬ ১৪:৫২

জনবল নেবে বিজিবি

জনবল নেবে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১৬টি বেসামরিক পদে দেড় শতাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদ ও পদসংখ্যা
ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (মহিলা)- ০১ জন
মিডওয়াইফ (মহিলা)- ০৩ জন
সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)- ১৪ জন
সহকারী লঞ্চ ড্রাইভার (পুরুষ)- ০১ জন
টেইলর (পুরুষ)- ০২ জন
বুটমেকার (পুরুষ)- ০৪ জন
অফিস সহায়ক (পুরুষ)- ০৫ জন
কার্পেন্টার (পুরুষ)- ০৩ জন
প্লাম্বার (পুরুষ)- ০৩ জন
ইমাম (পুরুষ)- ০৫ জন
অফিস সহকারী (পুরুষ)- ১০ জন
বাবুর্চি (পুরুষ)- ৮৯ জন
মালি- ০৪ জন
পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)- ২৩ জন
মেস ওয়েটার (পুরুষ)- ০১ জন
রাখাল- ০২ জন

শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম জেএসসি থেকে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো কোনো পদে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে।

শারীরিক যোগ্যতা
পুরুষ:
উচ্চতা- ৫ ফুট
ওজন- ৫০ কেজি
বুকের মাপ- স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি
দৃষ্টিশক্তি- ৬/৬।
 
নারী:
উচ্চতা- ৪ ফুট ৮ ইঞ্চি
ওজন- ৪৭ কেজি
বুকের মাপ- স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি
দৃষ্টিশক্তি- ৬/৬।

বয়স
আগামী ০১ অক্টোবর ২০১৬ তারিখে ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ১৮-৩২ বছর।

শর্ত
বিবাহিত ও অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম
আগ্রহীরা টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে www.bgb.gov.bd ওয়েবসাইট ঠিকানায়। এ ছাড়া ০১৭৬৯৬০০৮৯৮ নম্বরে অথবা টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে ফোন করে সাহায্য নিতে পারবেন।

আবেদন শুরু: ২৬ এপ্রিল সকাল ১০টা
আবেদন শেষ: ২৮ এপ্রিল রাত ১২টা

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৬ এপ্রিল ২০১৬

বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর