২১ অক্টোবর, ২০১৭ ১২:৪৮

১০০ সহকারী নার্সিং অ্যাটেনডেন্ট পদে নিয়োগ

অনলাইন ডেস্ক

১০০ সহকারী নার্সিং অ্যাটেনডেন্ট পদে নিয়োগ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এমসিআরএএইচের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই অধিদপ্তরে সহকারী নার্সিং অ্যাটেনডেন্ট (মহিলা) পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম:
সহকারী নার্সিং অ্যাটেনডেন্ট (মহিলা)

যোগ্যতা:
প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) কর্তৃক স্বীকৃত সরকারি/বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান হতে জুনিয়র মিডওয়াইফারিতে (১৮ মাস)/কমিউনিটি প্যারামেডিক্সে (দুই বছর) সনদপ্রাপ্ত (বিএনএমসি কর্তৃক স্বীকৃত) হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে সাকুল্যে ১৭ হাজার ৭০৫ টাকা।

যেসব বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন:
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ।

আবেদন প্রক্রিয়া:
আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি ‘পরচিালক, এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫’ এই ঠিকানায় অফিস চলার সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা:
আগামী ১২ নভেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন : bangladesh.gov.bd

বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর