১৭ নভেম্বর, ২০১৭ ০৪:৩৪

বায়োডাটায় আপনার দেওয়া সব তথ্য সত্যি তো?

অনলাইন ডেস্ক

বায়োডাটায় আপনার দেওয়া সব তথ্য সত্যি তো?

প্রতীকী ছবি

আপনি কি চাকরি খুঁজছেন? একাধিক সংস্থায় নিজের বায়োডাটা জমা দিচ্ছেন? প্রফেশনাল বায়োডাটা তৈরি করা সংস্থা থেকে অত্যন্ত স্মার্ট লুক দিয়ে তৈরি করিয়েছেন সেটি? কিন্তু তাতে যে তথ্য আপনি দিয়েছেন তা সম্পূর্ণ সত্যি তো? ভেবে দেখুন! একটি ছোট্টো ভুল কিন্তু এবার আপনার ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে যেতে পারে।

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, বেসরকারি সংস্থায় চাকরিপ্রার্থী প্রতি ৬ জনের মধ্যে একজন নিজেদের বায়োডাটায় মিথ্যা তথ্য দেন। কখনও তা শিক্ষা সংক্রান্ত, আবার কখনও তা আগের সংস্থায় নিজের পোস্ট ও বেতন সংক্রান্ত তথ্য। শুধুমাত্র ২০১৬-১৭-য় এই মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি ৪৮ শতাংশ বেড়ে গেছে। 

বেসরকারি সংস্থার মানবসম্পদ বিভাগে কর্মরত এক কর্মকর্তা বলেন, এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে চাকরিতে ঢুকে কর্মীরা শুধু নিজেদের ভবিষ্যত্ই খারাপ করছে তাই নয়, সংস্থার মানও নষ্ট করছেন।

কাজে যোগ দেওয়ার পরও তদন্তে যদি উঠে আসে সেই কর্মীর দেওয়া ব্যক্তিগত তথ্যে অসঙ্গতি রয়েছে, তাহলেও তিনি হারাতে পারেন নিজের চাকরিটি।

বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর