১৫ মে, ২০১৮ ১১:৩৪

খুলনায় কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক

খুলনায় কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহমুদ কাউসারের এক এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার আহত আলী আকবরকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহমুদ কাউসার ২২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।

মহানগরীর জিলা স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ পিকুর সমর্থকরা মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে তাকে মারধর করেছে বলে অভিযোগ করা হয়।

কাউন্সিলর প্রার্থী মাহমুদ কাউসার বলেন, আমার এজেন্ট আলী আকবর সকাল ৭টা ৪৫ মিনিটে জিলা স্কুল কেন্দ্রে ঢুকতে গেলে আ’লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ পিকু লোকজন তাকে মারধর করেন। তাকে কেন্দ্রে ঢুকতে বাধা দেন। পরে তাকে উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করছেন মাহমুদ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিডি প্রতিদিন/১৫ মে ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর