১৫ মে, ২০১৮ ১২:১২

জোরপূর্বক ব্যালটে সিল, ইকবাল নগর বিদ্যালয়ে ভোটগ্রহণ বন্ধ

অনলাইন ডেস্ক

জোরপূর্বক ব্যালটে সিল, ইকবাল নগর বিদ্যালয়ে ভোটগ্রহণ বন্ধ

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জোরপূর্বক ব্যালটে সিল মারার অভিযোগে ইকবাল নগর সরকারি বালিকা বিদ্যালয়ে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের জেলা সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান জানান, ওই কেন্দ্রে কিছু লোক জোরপূর্বক ব্যালট পেপারে সিল মেরেছে।

এর অাগে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ফাতেমা উচ্চবিদ্যালয় কেন্দ্রেও ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। পরে আইন-শৃঙ্খলা-বাহিনীর সহায়তায় ফের ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ সকাল ৮টায় নগরীর সব ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় এবং তা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

ইতোমধ্যে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও জাতীয় পার্টির মেয়রপ্রার্থী শফিকুর রহমান মুশফিক ভোট প্রদান করেছেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর