১৫ মে, ২০১৮ ১২:৪৬

ভোটার শূন্য খুলনা জিলা স্কুল

আরাফাত মুন্না, খুলনা থেকে:

ভোটার শূন্য খুলনা জিলা স্কুল

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় খুলনা জিলা স্কুলে কোনও ভোটারের উপস্থিতি নেই। পুরো কেন্দ্রই ভোটার শূন্য।

সরেজমিনে গিয়ে জানা যায়, সকালে ভোট কেন্দ্রে পরিদর্শনে আসেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এসময় কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর থেকেই ওই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কমতে থাকে। বর্তমানে প্রায় ভোটার শূন্য খুলনা জিলা স্কুল ভোট কেন্দ্রটি।

এদিকে সকাল ৮টায় উৎসবমুখর পরিবেশে নগরীর সব ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় এবং তা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

ইতোমধ্যে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও জাতীয় পার্টির মেয়রপ্রার্থী শফিকুর রহমান মুশফিক ভোট প্রদান করেছেন।

উল্লেখ্য, এবার খুলনা সিটিতে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোট গ্রহণ কর্মকর্তা ৪ হাজার ৯৭২ জন। নির্বাচনে ভোট কেন্দ্র ২৮৯টি। এর মধ্যে ২টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এ ২টি কেন্দ্রের ১০টি বুথের ২ হাজার ৯৭৮ জন ভোটার ইভিএমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর