১৫ মে, ২০১৮ ১৩:৩৭

'দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে'

অনলাইন ডেস্ক

'দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে'

সংগৃহীত ছবি

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুছ আলী। 

মঙ্গলবার সকালে সাংবাদিকদের কাছে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বিএনপির অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকাল ৮টা থেকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

তিনি বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল আমাদের যে ২৯১টি কেন্দ্র ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ৫-৬টি কেন্দ্রে এরকম অভিযোগ এসেছে, আমরা সেখানে কথা বলেছি। আমাদের বিজিবি আছে, তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের লোকজন পাঠিয়েছি। সেগুলো ইতিমধ্যে সমাধান হয়েছে।

বিডি প্রতিদিন/১৫ মে ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর