১৫ মে, ২০১৮ ১৪:৫৮

বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয়, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে: ইসি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয়, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে: ইসি

ইসির মনিটরিং সেল

খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির করা অভিযোগ সুনির্দিষ্ট নয় এবং দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

অাগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন মনিটরিং সেল পরিদর্শন শেষে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে অালাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এভাবে শান্তপূর্ণ ভোট বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে অাশা করি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি কেন্দ্র বন্ধ হয়েছে। এটি বিচ্ছিন্ন ঘটনা। ইসির মনিটরিং সেল থেকে জানা যায়, ২২২ নম্বর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয়। যাদেরকে বের করে দেয়া হয়েছে। তারা এজেন্ট কি না সেটাও দেখার বিষয়। পরিচয়পত্র না থাকলে তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর