২৯ নভেম্বর, ২০১৫ ২৩:২০

ঘরে বসেই সকল দফতরে নজরদারী চালাবেন মমতা

অনলাইন ডেস্ক

ঘরে বসেই সকল দফতরে নজরদারী চালাবেন মমতা

সরকারি দফতরগুলির কাজের উপর কড়া নজর রাখতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দফতরে ঘুরে ঘুরে নয়, এটা তিনি করতে চান নিজের ঘরে বসেই শুধুমাত্র কম্পিউটারে চোখ বুলিয়ে। আর সেই কারণেই তৈরি করা হচ্ছে বিশেষ একটি পোর্টাল। কোন দফতরে কোন কাজটা কতটা হয়েছে, তা এই পোর্টাল থেকেই জানতে পারবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে জানা গেছে, এটির নামকরণ করা হয়েছে, 'ডেভেলপমেন্ট ড্যাশ'। সব দফতরের আধিকারিকরা প্রত্যেকদিনের উন্নয়নমূলক কাজের তালিকা এবং কাজকর্ম কি অবস্থায় রয়েছে, তা এই পোর্টালে নিয়মিত আপডেট করবেন। এখানে চোখ বুলিয়ে নিয়ে সহজেই মুখ্যমন্তী জেনে নিতে পারবেন কোন কাজ কি অবস্থায় রয়েছে।

জানা গেছে, এই পোর্টালটি একটি পাসওয়ার্ডের সাহায্যে খোলা যাবে। মুখ্যমন্ত্রী এবং সরকারের শীর্ষ আধিকারিকদের কাছে এই পাসওয়ার্ড থাকবে। বিধানসভা ভোটের আগে উন্নয়নমূলক কাজের গতি যাতে না থেমে যায়, সেই কারণে কোটি টাকা খরচ করে এই পোর্টাল তৈরি করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর