১৮ ডিসেম্বর, ২০১৫ ২০:৩৫

পশ্চিমবঙ্গে আরও ৫টি জেলার নাম ঘোষণা

অনলাইন ডেস্ক


পশ্চিমবঙ্গে আরও ৫টি জেলার নাম ঘোষণা

ঘোষণা আগেই হয়েছিল। শুক্রবার নতুন পাঁচটি জেলার নাম জানিয়ে দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে এদিন ডানকুনিতে নতুন তিনটি মহকুমার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মোট পাঁচটি জেলা ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর মধ্যে রয়েছে দার্জিলিং, বর্ধমান, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুর৷ দার্জিলিং ভেঙে নতুন জেলা হচ্ছে কালিম্পং৷ দার্জিলিং জেলা ভেঙে নতুন জেলা গঠনের আবেদন জানিয়েছিলেন কালিম্পংয়ের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি তিনি৷

এদিকে, বর্ধমান ভেঙে গঠিত হবে বর্ধমান গ্রামীণ ও বর্ধমান শিল্পাঞ্চল৷ উত্তর ২৪ পরগনা ভেঙে নতুন জেলার তকমা পাচ্ছে বশিরহাট এবং দক্ষিণ ২৪ পরগণা ভেঙে নতুন জেলা হচ্ছে সুন্দরবন। পশ্চিম মেদিনীপুর ভেঙে নতুন জেলা হচ্ছে ঝাড়গ্রাম৷

মিরিক হবে নতুন মহকুমা৷ এর পাশাপাশি নতুন দু'টি মহকুমা পেতে চলেছে পুরুলিয়া৷ আগামী ছ'মাস থেকে এক বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷

সূত্র: এই সময়

বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর