৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০৯:৪৯

চিকিৎসায় গাফিলতি, অনির্দিষ্টকালের ছুটিতে চিকিৎসক

অনলাইন ডেস্ক

চিকিৎসায় গাফিলতি, অনির্দিষ্টকালের ছুটিতে চিকিৎসক

চিকিৎসায় গাফিলতির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আসানসোল জেলা হাসাপাতালের চিকিৎসক আশিস কুমার ঘোষকে। শোকজ করা হয়েছে হাসপাতালের নার্স সুপারিন্টেন্ডেন্টকেও।

ছাব্বিশে জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় আড়াই মাসের এক শিশুকে। শিশুর বাড়ি রানিগঞ্জের বল্লভপুরে। আঠাশ তারিখ নার্সরা দেখতে পান, সংক্রমণের কারণে শিশুটির হাত ক্রমশ নীল হয়ে যাচ্ছে। এরপরেই চিকিৎসার জন্য শিশুটিকে পাঠানো হয় এসএসকেএমে। মেডিক্যাল বোর্ডের অধীনে এসএসকেএমে চিকিৎসা চলছে শিশুটির।

এই ঘটনায় চিকিৎসায় অবহেলার কারণে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসক আশিস কুমার ঘোষকে। একইসঙ্গে ঘটনার তদন্তে হাসপাতাল সুপারের নেতৃত্বে গড়া হয়েছে তিন সদস্যের কমিটি।

অভিযোগ, স্যালাইন দেওয়ার জন্য শিশুটির হাতে লাগানো হয়েছিল রাবারের নল। সেই নল খুলতে ভুলে যান চিকিৎসক। এর জেরেই শিশুটির হাতে সংক্রমণ থেকে পচন ধরে। যদিও আসানসোল জেলা হাসপাতাল সূত্রে এখবর স্বীকার করা হয়নি।

বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর