৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৫৯

বাগান তছনছ করার অভিযোগে ছ‍াগল গ্রেফতার!

অনলাইন ডেস্ক

বাগান তছনছ করার অভিযোগে ছ‍াগল গ্রেফতার!

ভারতের ছত্তিশগড়ে জেলা ম্যাজিস্ট্রেটের বাগান তছনছ করার অভিযোগে সোমবার একটি ছাগল ও তার মালিক আব্দুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে তোলা হবে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, অপরাধ প্রমাণিত হলে দুই থেকে সর্বোচ্চ সাত বছরের জেল বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিতও করা হতে পারে বলে জানা গেছে।

জেলা ম্যাজিস্ট্রেট হেমন্ত রাত্রের বাড়িতে দু’দিন পরপরই হানা দেয় ছাগলটা। এর মালিক আব্দুল হাসানকে বহুবার সাবধান করেছেন বাগানের মালী। কিন্তু লাফিয়ে লোহার গেট পার হয়ে ম্যাজিস্ট্রেটের শখের বাগানে ঢুকে পড়ে ছাগলটি। শেষে চটে গিয়ে বাগান মালিক অভিযোগই ঠুকে দিয়েছেন থানায়। ছাগলটির বিরুদ্ধে ‍অভিযোগে বলা হয়েছে, এটি বাগানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, গাছ ও সবজি খেয়ে ফেলেছে।

 

বিডি-প্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর