১২ এপ্রিল, ২০১৬ ১৫:০৮

তাপদাহে পুড়ছে কলকাতা

অনলাইন ডেস্ক


তাপদাহে পুড়ছে কলকাতা

ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠছে কলকাতাবাসীর। গতকাল সোমবার সেখানকার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রির কাছাকাছি। আজ ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে যেতে পারে। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বইবে তাপপ্রবাহ। এর মধ্যে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলতে পারে তীব্র তাপপ্রবাহ। এছাড়া বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা এ দিন ৪৭ ডিগ্রি ছুঁতে পারে। আনন্দবাজার পত্রিকা।

 

বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর