২৬ এপ্রিল, ২০১৬ ১০:০১

গরিষ্ঠতা পেয়ে গেছি : মমতা

অনলাইন ডেস্ক

গরিষ্ঠতা পেয়ে গেছি : মমতা

২১৬টি আসনে ভোটগ্রহণ সম্পূর্ণ হল সোমবার। আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যায় ঘোষণা দিলেন, পঞ্চম পর্বের ভোট গ্রহণের পর তাঁর কাছে যা তথ্য, তাতে তৃণমূল কংগ্রেস এখনই গরিষ্ঠতা পেয়ে গেছে। অর্থাৎ ম্যাজিক ফিগার ১৪৮ এদিনই পেরিয়ে গেছে৷ বাকি দুটি পর্বে গরিষ্ঠতা বাড়তেই থাকবে।

উল্লেখ্য, এদিনই বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র দাবি করেছেন, তারাই সরকার গঠন করবেন। লক্ষ্য ২০০ আসন। এর প্রত্যুত্তর পাওয়া গেছে মমতার মন্তব্যে।

নির্বাচনী সভায় তিনি বলেছেন, 'জোট কুপোকাত হবে। সিপিএম এবার গতবারের চেয়ে অর্ধেক আসন পাবে।' গত বিধানসভা নির্বাচনে ৫৯টি আসন বামফ্রণ্ট পেয়েছিল। সিপিএম পায় ৪০টি। কেন এবার জোটের ভরাডুবি হবে তা নিয়ে মমতার ব্যাখ্যা, আসলে জোট হলেও কোনও বিশ্বাসযোগ্যতা সিপিএম-কংগ্রেস কর্মীদের মধ্যে নেই। কোনও কংগ্রেস কর্মীর পক্ষে অত্যাচারী সিপিএমকে ভোট দেওয়া সম্ভব নয়। সিপিএমও বিশ্বাস করে না কংগ্রেসকে। তাই কোনও দলই কেউ কাউকে ভোট হস্তান্তর করছে না। জোট নীতিহীন। এই জন্যই দুই দলেরই ফল অত্যন্ত খারাপ হবে।

বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর