৬ মে, ২০১৬ ১৪:২৮

'শেষ দফাতেই তৃণমূলের দফারফা'

অনলাইন ডেস্ক

'শেষ দফাতেই তৃণমূলের দফারফা'

ভোটের ফল প্রকাশিত হবে আগামী ১৯ মে। সাত দফা ভোট শেষে জয় নিয়ে আত্মবিশ্বাসী শাসক-বিরোধী দুই শিবিরই। 

বাম-কংগ্রেস ধর্মনিরেপক্ষ গণতান্ত্রিক জোট ক্ষমতায় আসবে নাকি বাংলার মসনদে ফের মা-মাটি-মানুষের সরকার আসবে, এসব প্রশ্ন এখন সবার মনে ঘুড়ে বেড়াচ্ছে।

এসবরে উত্তর খুঁজতে সবাই এখন অপেক্ষা করছে ১৯শে মে'র জন্য।

সম্প্রতি সংবাদ সম্মেলন করে সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর দাবি, "শেষ দফাতেই দফারফা হয়ে গিয়েছে তৃণমূলের"। 

তবে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয় মন্ত্রিসভার শপথ এখন সময়ের অপেক্ষা"। 

 

 

বিডি-প্রতিদিন/৬ মে, ২০১৬/ হিমেল-০৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর