২৬ মে, ২০১৬ ২১:০১

মমতাকে স্বাগত জানাতে তৈরি রেড রোড ও নবান্ন

দীপক দেবনাথ, কলকাতা

মমতাকে স্বাগত জানাতে তৈরি রেড রোড ও নবান্ন

এখন শুধু সময়ের অপেক্ষা। রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আগামীকাল শুক্রবারই দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়। তবে রাজভবনে নয়, প্রথাভেঙে কলকাতার রেড রোডে জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে শপথ নেবেন মমতা। বেলা ১২টা নাগাদ শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। মমতাসহ শপথ নিতে পারেন ৪৪ জন মন্ত্রী। 

বাংলাতেই শপথ নেবেন মমতা সহ অধিকাংশ মন্ত্রী, যদিও বাংলার পাশাপাশি আরও দুই একটি ভাষাতে শপথ নেওয়ারও সুযোগ থাকছে। অনুষ্ঠান শুরুর আগে রাজ্যটির প্রধান সচিব বাসুদেব বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দোপাধ্যায়ের নাম পাঠ করবেন। এরপর রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি প্রথমে মুখ্যমন্ত্রী হিসাবে পরে অন্যান্য মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। জাতীয় সঙ্গীত বাজিয়ে শুরু হবে অনুষ্ঠান, শেষও হবে জাতীয় সঙ্গীত দিয়ে। সবমিলিয়ে প্রায় দুই ঘন্টার মতো অনুষ্ঠান।

অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনেই এই নতুন মন্ত্রিসভা গড়তে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়। নতুন এই ব্রিগেডে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রয় মল্লিক, রাজীব বন্দোপাধ্যায়, পূর্ণেন্দু বসুদের মতো পুরোনো মন্ত্রীদের পাশাপাশি নতুন মুখ হিসাবে দেখা যেতে পারে দলের শ্রমিক নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সৌরভ চক্রবর্তী, উদয়ন গুহ, বাচ্চু হাঁসদা, রবীন্দ্র নাথ বিশ্বাস’র মতো নেতাদের। রাজ্যের ২৭ মতাংশ সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে পোড়খাওয়া রাজনীতিবিদ আবদুর রেজ্জাক মোল্লা, সিদ্দিকুল্লা চৌধুরী, আবদুল গনি, জাকির হোসেন’র মতো জয়ী বিধায়কদেরও সরকারে থাকার সম্ভাবনা উজ্জ্বল।  

এবারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এককথায় চাঁদের হাট বসতে চলেছে রেড রোডে। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি, নগরোন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, কয়লামন্ত্রী পীযুষ গোয়েল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স পার্টি’র প্রধান ফারুক আবদুল্লা, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব সহ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কলকাতাস্থিত বিদেশি দূতাবাসের কর্মকর্তা, টালিগঞ্জের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী সহ বিভিন্ন সমাজের বিশিষ্টরা উপস্থিত থাকবেন। 

উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দেশটির শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। মমতার ডাকে সাড়া দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী’র স্ত্রী যোগিতা বালি ও ছেলে মিমো। তবে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করতে পারে পশ্চিমবঙ্গের কংগ্রেস, সিপিআইএম ও বিজেপি নেতৃত্ব। রাজ্য জুড়ে বিরোধীদের ওপর বেড়ে চলা হামলার ঘটনার প্রতিবাদ করেই এই শপথ বয়কট করছে বিরোধীরা। 

স্বাভাবিকভাবেই শপথ গ্রহণের অনুষ্ঠানকে ঘিরে এখন সাজ সাজ রব। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রেড রোডের সামনের দিক থেকে ইষ্টার্ন কমান্ড্যান্টের সদর (ফোর্টউইলিয়ম)-এর উল্টো দিকে তৈরি করা হয়েছে প্রধান মঞ্চ। এই মঞ্চটি পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। এখানে মমতা সহ অন্যান্য মন্ত্রীরা শপথ নেবেন। অন্যদিকে দেশ-বিদেশ থেকে আসা অথিতিরা যে মঞ্চে বসবেন সেটিও শীততাপ নিয়ন্ত্রিত থাকছে। অন্য আরেকটি মঞ্চে থাকবেন জয়ী বিধায়করা। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি প্রায় ২৫ হাজার সাধারণ মানুষের বসারও ব্যবস্থা থাকছে। 
অনুষ্ঠানকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কলকাতা পুলিশও অত্যন্ত তৎপর। অনুষ্ঠানের দিন রেড রোড ও সংলগ্ন পাশের জায়গা মিলিয়ে মোতায়েন থাকবে কয়েক হাজার পুলিশ কর্মী। 

রেড রোডে শপথ নেওয়ার পরই মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে প্রবেশ করবেন মমতা। সেখানেও তাঁকে স্বাগত জানাতে থাকছে বিশেষ ব্যবস্থা। নবান্নে প্রবেশের সময়ই কলকাতা পুলিশের তরফে মমতাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। নবান্নে ফিরেই বিকেল চারটা নাগাদ দ্বিতীয় তৃণমূল সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসবেন মমতা। ওই বৈঠকেই রাজ্য মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন করতে পারেন বলে খবর। সবমিলিয়ে নতুন মুখ্যমন্ত্রী মমতাকে আহ্বান জানাতে তৈরি ‘রেড রোড’ এবং ‘নবান্ন’। 

 

বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর