২৭ মে, ২০১৬ ২১:০৩

মমতার মন্ত্রিসভায় দফতর পেলেন যারা

অনলাইন ডেস্ক

মমতার মন্ত্রিসভায় দফতর পেলেন যারা

মন্ত্রিসভা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নেওয়া যাক কে কোন দফতর পেলেন–

মমতা–স্বরাষ্ট্র, ভূমি সংস্কার, ক্ষুদ্র শিল্প, পাহাড়, স্বাস্থ্য, তথ্য-সংস্কৃতি, সংখ্যালঘু উন্নয়ন। অমিত-অর্থ, শিল্প, বাণিজ্য। ব্রাত্য-তথ্য-প্রযুক্তি। পার্থ-শিক্ষা। শোভনদেব-বিদ্যুৎ। ফিরহাদ-পুর ও নগরোন্নয়ন। অবনী জোয়ারদার–কারামন্ত্রী। ইন্দ্রনীল-তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী। ক্রীড়ামন্ত্রী-অরূপ বিশ্বাস। জাভেদ-অসামরিক ও বিপর্যয় মোকাবিলা। শুভেন্দু–পরিবহন। গৌতম দেব-পর্যটন। জ্যোতিপ্রিয় মল্লিক-খাদ্য।

শোভন চট্টোপাধ্যায়-দমকল ও আবাসন, পরিবেশ। লক্ষ্মীরতন শুক্ল-ক্রীড়া প্রতিমন্ত্রী। বিনয় বর্মন-বন। সাধন পাণ্ডে-ক্রেতা সুরক্ষা। সুব্রত মুখোপাধ্যায়-পঞ্চায়েত। চন্দ্রনাথ সিংহ-মৎস্যমন্ত্রী। মলয় ঘটক-আইন ও শ্রমঅ রাজীব বন্দ্যোপাধ্যায়-সেচ। তপন দাশগুপ্ত-কৃষি বিপণন। জেমস কুজুর-আদিবাসী উন্নয়ন। শশি পাঁজা-স্বাস্থ্য ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী। সিদ্দিকুল্লা-গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার প্রতিমন্ত্রী। ডেপুটি স্পিকার-হায়দর আজিজ স্বফি। অসীমা পাত্র-কারিগরি শিক্ষা। আব্দুর রেজ্জাক মোল্লা-খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যান। জাকির হোসেন-শ্রম প্রতিমন্ত্রী। স্বপন দেবনাথ-পঞ্চায়েত প্রতিমন্ত্রী ও রবীন্দ্রনাথ ঘোষ-উত্তরবঙ্গ উন্নয়ন।

বিডি-প্রতিদিন/ ২৬ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর