৩১ মে, ২০১৬ ১০:১৯

তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা সুদীপ

অনলাইন ডেস্ক

তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা সুদীপ

কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ দলবিরোধী কাজের জন্যে সাসপেন্ড হয়েছিলেন আগেই। এবার বহিঃপ্রকাশ ঘটল সেই রাগের। তৃণমূল কংগ্রেস যোগ দিতে চলেছেন তিনি।

সোমবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের তৃণমূলের যোগ দেওয়ার কথা জানিয়েছেন সুদীপ রায় বর্মণ।

ত্রিপুরার ডাকসাইটে এই কংগ্রেস নেতা ছিলেন ওই রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের বিরোধীতা থেকে বিরোধের সূত্রপাত ঘটে। সুদীপ বর্মণ সহ মট ১৫ জনকে দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করেছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এরপরেই তারা তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে কথা বলেন ঘাসফুলের নেতাদের সঙ্গে। 
নির্বাচনের ফল ঘোষণা এবং শাসকের শপথ গ্রহণের তিন দিনের মাথায় সুদীপবাবু তৃণমূলে যোগদানের খবরটি নিশ্চিত করেছেন। আনুষ্ঠানিক ভাবে তার ঘাসফুলের পতাকা ধরা এখন সময়ের অপেক্ষা।

বিডি-প্রতিদিন/ ৩১ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর