Bangladesh Pratidin

প্রকাশ : ২৬ জুন, ২০১৬ ১৫:০৬
আপডেট :
মমতার ত্রিপুরা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি
অনলাইন ডেস্ক
মমতার ত্রিপুরা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

আগামী ৯ আগস্ট সকালে আগরতলায় যাওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ত্রিপুরার বিবেকানন্দ ময়দানের জনসভায় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর এই সফরটিকে গুরুত্বের সাথে বিবেচনা করে চলছে ব্যাপক প্রস্তুতি। ওইদিনের জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে জানা গেছে। এই জনসভাকে সাফল্যমন্ডিত করে তুলতে তৃণমূল কংগ্রেসের ছয় বিধায়ক সারা রাজ্যে চষে বেড়াচ্ছেন। খবর সংবাদ প্রতিদিনের।  

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের আগেই আগরতলায় তৈরি করা হচ্ছে দলের প্রধান কার্যালয়। প্রধান কার্যালয়ের উদ্বোধন হবে আগামী ৩০ জুন।

 

বিডি-প্রতিদিন/ ২৬ জুন, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow