২৮ জুন, ২০১৬ ২০:৪৮

'আমি বিশ্বাস করি মমতা মদ্যপান করেন না'

'আমি বিশ্বাস করি মমতা মদ্যপান করেন না'

পাশের রাজ্য বিহার মদ নিষিদ্ধ করতে পারলে তবে পশ্চিমবঙ্গ কেন পারবে না? মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে এবার এমনই প্রশ্ন তুললেন বামফ্রন্টের বিধায়ক। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভা চলাকালীন বামফ্রন্টের অন্যতম শরিক দল ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ইমরান আলি রামজ প্রশ্ন তুলে বলেন, 'নীতীশ কুমার যা পেরেছেন, বাংলা কেন তা পারবে না?'

এদিন অধিবেশনের শুরুতেই মদ বিক্রিতে নিষেধাজ্ঞা কারির প্রস্তাব দেন সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী। পশ্চিমবঙ্গেও বিহার মডেল অনুসরণ করা উচিত বলে মনে করেন তিনি। এরপর ইমরান আলি বিহারের প্রসঙ্গ টেনে বলেন বিহারে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির পর বিহারে অপরাধের মাত্রা অনেক কমে গিয়েছে বলে দাবি করেছে সেই রাজ্যের সরকার। তাই পার্শ্ববর্তী রাজ্য বিহার যদি মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ কেন পারবে না? 

বাম বিধায়কের আরও প্রশ্ন, 'আমি বিশ্বাস করি, মুখ্যমন্ত্রী মদ খান না। তাহলে নীতীশ কুমার যা পেরেছেন, বাংলা কেন পারবে না?’

রামজের ওই প্রশ্ন শুনে প্রথমে বিধানসভায় হাজির প্রত্যেকেই হতভম্ব হয়ে পড়েন। যদিও ফরওয়ার্ড ব্লক বিধায়কের ওই দাবি মন দিয়ে শোনার পর রামজের সেই দাবিকে সমর্থন জানায় কংগ্রেসও। কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞা বলেন ‘খুবই ভাল প্রস্তাব। অন্তত একটা ক্ষেত্রে বিহারকে অনুসরণ করা যেতে পারে'।


বিডি-প্রতিদিন/ ২৮ জুন, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর