২৬ জুলাই, ২০১৬ ১৫:০১

১ টাকার প্রিমিয়ামে ১০ লক্ষের বিমা!

অনলাইন ডেস্ক

১ টাকার প্রিমিয়ামে ১০ লক্ষের বিমা!

পশ্চিমবঙ্গের রেলযাত্রীরা জন্য সেপ্টেম্বর থেকে ট্রেনের টিকেট বুকিং করতে পারবেন। IRCTC-র ওয়েবসাইট থেকে টিকেট বুকিং করা যাবে। শুধু তাই নয়, ট্রেনে ভ্রমণকালীন সময়ে কোন দুর্ঘটনা ঘটলে তার জন্য বিমা করাবে রেল। ১ টাকার প্রিমিয়ামে ১০ লক্ষের বিমা সুবিধা থাকছে যাত্রীদের জন্য। তবে এরজন্য যাত্রীদের কাছে বৈধ টিকেট থাকতে হবে। খবর কলকাতা২৪।

দুর্ঘটনার কারণে মৃত্যু, আহত, শারীরিক বিকলতার ক্ষেত্রেই এই বিমা প্রযোজ্য হবে। এই প্রসঙ্গে IRCTC-র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এ কে  মানোচা বলেন, 'এই মুহূর্তে বিমার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের শুরু থেকে এই সুবিধা চালু করতে পারব। ট্রেনে দুর্ঘটনার যাবতীয় খরচ এই বিমার মধ্যে ধরা থাকবে।' 

তিনি আরও বলেন, 'শ্রীরাম জেনারেল, রয়্যাল সুন্দরম এবং ICICI লম্বার্ড, এই ৩টি বিমাকারী সংস্থাকে ঠিক করা হয়েছে, যাঁরা বিমা প্রদান করবে। এদের অন্তর্গত ১৯টি ইন্সিওরেন্স কোম্পানিকে ঠিক করা হয়েছে। তবে যাত্রীরা এই বিমার সুবিধা নেবেন কিনা তা একেবারেই তাঁদের ইচ্ছার ওপর নির্ভর করছে।' বর্তমানে প্রায় ৫ লক্ষ টিকিট IRCTC-র ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করা হয়।


বিডি-প্রতিদিন/ ২৬ জুলাই, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর