২৭ জুলাই, ২০১৬ ০৯:৩৮

স্কুলে ছাত্রীর বার্থডে পার্টিতে মদ, অতঃপর...

অনলাইন ডেস্ক

স্কুলে ছাত্রীর বার্থডে পার্টিতে মদ, অতঃপর...

গোপনে জন্মদিনের পার্টি। তাও আবার স্কুলের ক্লাসঘরে। তবে কেক-পেস্ট্রি দিয়ে নয়, তিন বন্ধুর পরিকল্পনা ছিল মদ্যপানের। সেই মতো পানির বোতলে লুকিয়ে মদও আনা হয়েছিল। যার জন্মদিন, সেই ছাত্রীই তা এনেছিল। কিন্তু এর পরেই হয় বিপত্তি। পানির বোতলের মুখ খুলতেই নিমেষে মদের গন্ধ ছড়িয়ে পড়ে চার দিকে। হাতেনাতে ধরা পড়ে যায় তিন ছাত্রী।

জুলাইয়ের প্রথম সপ্তাহে ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার দমদম এলাকার একটি মেয়েদের স্কুলে। ওই তিন ছাত্রীই নবম শ্রেণির। যার কাছ থেকে মদ পাওয়া গিয়েছিল, তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় ও বাকি দু’জনকে সাসপেন্ড করা হয় বলে জানান স্কুল কর্তৃপক্ষ।

তিন ছাত্রীর ভবিষ্যতের কথা মাথায় রেখে স্কুল-কর্তৃপক্ষ তাদের নাম-পরিচয় প্রকাশ করতে চাননি। ঘটনা নিয়ে বিশদে কিছু বলতেও চাননি কেউ। সোমবার স্কুলের প্রধান শিক্ষিকা রূপশ্রী ঘোষ শুধু বলেন, ‘‘আমরা উদ্বিগ্ন। যে ছাত্রী ওই ঘটনা ঘটিয়েছে, সে লেখাপড়ায় খারাপ নয়। তদন্তে দেখা গেছে, মেয়েটি বাড়ি থেকেই মদ এনেছিল। অ্যাডভে়ঞ্চারের টানেই তিন ছাত্রী ওই ঘটনা ঘটিয়েছে। আমরা অভিভাবকদের অনুরোধ করেছি সন্তানদের দিকে ঠিকমতো নজর দিতে। না হলে ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটতে পারে।’’

এদিকে, স্কুল সূত্রে খবর, বহিষ্কার হওয়া দুই ছাত্রীকে ফের ওই স্কুলেই ফিরিয়ে নেওয়া হবে। সোমবার স্কুলের পরিচালন পর্ষদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/২৭ জুলাই, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর