২৯ জুলাই, ২০১৬ ১৯:৩০

মহাশ্বেতা দেবীর শেষকৃত্য সম্পন্ন

অনলাইন ডেস্ক

মহাশ্বেতা দেবীর শেষকৃত্য সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবীর শেষকৃত্য। তার শেষকৃত্য অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রিসভার সদস্যরাসহ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।

এসময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএম’র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বিজেপি’র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে মহাশ্বেতা দেবীকে শেষ শ্রদ্ধা জানান।

পরে কলকাতার রবীন্দ্র সদনে মহাশ্বেতা দেবীর দেহ সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উন্মক্ত করে দেওয়া হয়। সেখানে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

কেওড়াতলা মহাশ্মশানে পুলিশের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয় তাকে। এরপর তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এরআগে বৃহস্পতিবার কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

বিডি প্রতিদিন/  ২৯  জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর