Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০৮:৫৫
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৫৪
ডেঙ্গু জ্বরে মৃত্যুতে শীর্ষে পশ্চিমবঙ্গ
অনলাইন ডেস্ক
ডেঙ্গু জ্বরে মৃত্যুতে শীর্ষে পশ্চিমবঙ্গ

ডেঙ্গু জ্বরে মৃত্যুর ঘটনায় ভারতের অন্যান্য পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত রাজ্যটিতে ডেঙ্গু ভাইরাসে ২২ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বরাত দিয়ে এ খবর জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০১৫ সালে রাজ্যে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা ছিল ১৪। চলতি বছর শেষ না হতেই ইতিমধ্যে তা ছাড়িয়ে গেছে। ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে মোট ৫,১২৯ জনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর নথিভুক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২২ জন।

অথচ, চলতি বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও ২৭,৮৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে গত বছরের তুলনায় সংখ্যাটি বেশ কম। গত বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২২০ এবং আক্রান্তের সংখ্যা ছিল ৯৯,৯১৩।

বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow