২১ সেপ্টেম্বর, ২০১৬ ০৮:২৯

বিজেপিতে যোগ দিলেন দীপ্তিমান সেনগুপ্ত

দীপক দেবনাথ, কলকাতা

বিজেপিতে যোগ দিলেন দীপ্তিমান সেনগুপ্ত

ফাইল ছবি

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'তে যোগ দিলেন সাবেক ছিটমহল আন্দোলনের নেতা ও নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির প্রধান আহ্বায়ক দীপ্তিমান সেনগুপ্ত।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের কুচবিহারের রবীন্দ্রভবনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। এসময় তার হাতে বিজেপির পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।

দীপ্তিমান সেনগুপ্তের সঙ্গেই এদিন আরও কয়েকহাজার ছিটমহলবাসী যোগ দিয়েছেন বিজেপিতে, যাদের অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ।

এদিকে, মঙ্গলবার দীপ্তিমান সেনগুপ্তসহ সাবেক ছিটমহলবাসীদের বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে তাদের আসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পোয়াতুরকুঠি ছিটমহলে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ পাওয়া যায়। ভাঙচুর চালানো হয় বামনহাটে বিজেপির একটি কার্যালয়েও। প্রতিটি অভিযোগই উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

বিডি-প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর