৪ অক্টোবর, ২০১৬ ১৫:৫০

অ্যাকাউন্টে হঠাৎ ৯৩ লাখ টাকা দেখে জ্ঞান হারালেন গৃহবধূ!

অনলাইন ডেস্ক

অ্যাকাউন্টে হঠাৎ ৯৩ লাখ টাকা দেখে জ্ঞান হারালেন গৃহবধূ!

ভারতের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের এক মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ অপর্ণাদেবী। দেশটির স্টেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে জমিয়েছিলেন চার হাজার ২০০ টাকা। কিন্তু তিনি হঠাৎ জানতে পারলেন তার অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ ৯৩ লাখ ২৬ হাজার ২০০ টাকা।

নিজের অ্যাকাউন্টে এত টাকা দেখে টাল সামলাতে পারেননি মধ্যবিত্ত পরিবারের এই গৃহবধূ। আতঙ্ক এতটাই চেপে বসলো যে, সামলাতে না পেরে জ্ঞানই হারিয়ে ফেললেন তিনি। পরে জ্ঞান ফিরলে টেনশনে অসুস্থ হয়ে পড়লেন তিনি। ফলে সুস্থতার জন্য চিকিৎসককের সরণাপন্ন হতে হলো তাকে।

অন্যদিকে, এ ঘটনা ধামাচাপা দিতে সোমবার তড়িঘড়ি করে অপর্ণাকে কোলাঘাটের শ্বশুরবাড়ি থেকে কলকাতার সদর দফতরে নিয়ে আসেন ব্যাংকের কর্মকর্তারা। তার কাছে ক্ষমা চেয়ে তারা জানান, ভুল বশত ব্যাংক থেকেই এত বড় অঙ্কের টাকা অপর্ণার সেভিংস অ্যাকাউন্টে চলে গেছে৷

পরে ব্যাংকের কর্মকর্তারা অপর্ণার অ্যাকাউন্টের বাড়তি টাকা ফেরত নেন। কিন্তু এত বড় অঙ্কের টাকা কীভাবে ব্যাংক থেকে ওই গৃহবধূর অ্যাকাউন্টে গেল এবং এতে কারো গাফিলতি আছে কিনা তা জানতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর