Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১০ অক্টোবর, ২০১৬ ১৬:৪৮
ধানের তুষ থেকে বিদ্যুৎ উৎপাদন করবে পশ্চিমবঙ্গ
অনলাইন ডেস্ক
ধানের তুষ থেকে বিদ্যুৎ উৎপাদন করবে পশ্চিমবঙ্গ

ধানের তুষ থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিচ্ছে পশ্চিমবঙ্গ। খাদ্য দফতর সূত্র জানিয়েছে, ইতোমধ্যে খাদ্য দফতরের কর্মকর্তারা এ বিষয়ে একাধিক বৈঠকও করেছেন।

বিদ্যুৎ দফতরের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খবর সংবাদ প্রতিদিনের।  

ধান ছাঁটার পর যে তুষ পড়ে থাকে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে গবেষণা থেকে জানা গেছে। এই তুষ বেশির ভাগ সময়ই তেল উৎপাদনের জন্যই ব্যবহৃত হতো। বিদ্যুৎ দফতরের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসার পর বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে। যেখান থেকে ধান ঝেড়ে তুষ পাওয়া যাবে, সংশ্লিষ্ট ওই গ্রামেই উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে খাদ্য দফতরের।

 

বিডি-প্রতিদিন/ ১০ অক্টোবর, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow