২৯ নভেম্বর, ২০১৬ ১২:৩২

মোদিকে স্বৈরাচারী আখ্যা মমতার

অনলাইন ডেস্ক

মোদিকে স্বৈরাচারী আখ্যা মমতার

নোট বাতিলের বিরোধিতা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল। মিছিল শেষে মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে মমতার হুঁশিয়ারি, 'এ বার যন্তর মন্তরে নয়, ধর্না হবে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে।'

কেন্দ্রের বিরুদ্ধে তার এই ক্রোধের প্রাথমিক কারণ হল, জনসাধারণের হয়রানি। মমতার কথায়, 'এটিএমে টাকা নেই। চাষিদের ঘরে খাবার নেই। হকারের ঘরে খাবার নেই। এমনকী, মাস শুরুতে মানুষের অ্যাকাউন্টে বেতনের টাকা ঢুকলে তা কী ভাবে তোলা যাবে, তা-ও কেউ জানেন না।'

প্রধানমন্ত্রী যখন ‘ক্যাশ লেস’ ব্যবস্থা গড়ে তোলার কথা বলছেন বা মোবাইলের মাধ্যমে লেনদেনের প্রস্তাব দিচ্ছেন, তখন পাল্টা কটাক্ষ করে মমতা এ-ও বলেন, 'মানুষের খাবার পয়সা নেই, মোবাইল নিয়ে কি চুমু খাবে?' আর এ সব কথার ফাঁকে ফাঁকে প্রধানমন্ত্রীকে বিঁধে কখনও মন্তব্য করেন, 'সারা দেশকে রসাতলে পাঠিয়ে মোদিবাবু এখন ঘুমোচ্ছেন।'

বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর