১ ডিসেম্বর, ২০১৬ ১৮:৩৪

'ভারতের প্রতিটি বাড়িতেই মমতার ছবি টাঙানো উচিত'

দীপক দেবনাথ, কলকাতা

'ভারতের প্রতিটি বাড়িতেই মমতার ছবি টাঙানো উচিত'

'বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরু, নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো ভারতের প্রতিটি বাড়িতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবিও রাখা উচিত।' মমতাকে 'ন্যাশনাল আইকন' হিসেবে আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ইদ্রিস আলি এ মন্তব্য করেছেন।  

মমতার প্রতিকৃতি সম্বলিত একটি গেরুয়া পাঞ্জাবি পরে বুধবার সংসদের অধিবেশনে উপস্থিত হন পশ্চিমবঙ্গের বসিরহাটের এই তৃণমূল সাংসদ। নিজের পাঞ্জাবিতে মমতার ছবি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, মানুষ যেমন জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিজেদের বাড়িতে রাখেন, আমি মনে করি মমতা বন্দোপাধ্যায়ের ছবিও তাদের পাশে টাঙানো উচিত। গোটা ভারতেই মমতা অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী। কেন্দ্রীয় সরকারের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধীদের নেতৃত্ব দিচ্ছেন মমতা। তাছাড়া অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন তিনি। দেশের গরিব মানুষদের বিষয়েও তিনি যথেষ্ট চিন্তা করেন। 

মমতার ছবি ছাপানো পাঞ্জাবি পরে আসায় এদিন বিভিন্ন দলের সাংসদরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও দাবি করেন ইদ্রিশ আলি।

বিডি প্রতিদিন/ ১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর