৬ ডিসেম্বর, ২০১৬ ১১:৩৩

নোটবাতিলের ধাক্কা লাগেনি মেয়েদের জুয়া খেলায়

অনলাইন ডেস্ক

নোটবাতিলের ধাক্কা লাগেনি মেয়েদের জুয়া খেলায়

নোটবাতিলের পরে ভারত জুড়ে নোটের হাহাকার। কিন্তু তা টের পাওয়া যাবে না বাংলার এই মেলায় এলে। এখানে জমিয় চলছে জুয়ার আসর। আর অবাক করা কাণ্ড হল, এখানে জুয়া খেলে মূলত মেয়েরা।

সব জেনেও কোন রকম অভিযান চালায় না পুলিশ। বরং, জুয়া খেলতে গিয়ে যাতে কোন রকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে সজাগ ভূমিকা থাকে পুলিশের। অবিশ্বাস্য মনে হলেও এমনই এক জুয়া খেলার মেলা বসে ভারতের পশ্চিম পুরাতন মালদহের মোকাতিপুর কলোনিতে।

বিস্ময়ের হল, প্রায় ১০০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী জুয়ার মেলায় স্বপরিবারে জুয়া খেলতে আসেন নারীরা। বেহুলা নদীর ধারে এই সময়ে লক্ষ্মী পূজোর রেওয়াজ রয়েছে। আর সেই পূজো ঘিরেই হয় মেলা।

স্থানীয়দের বিশ্বাস, এখানে পুজো দিয়ে লক্ষ্মী লাভ হলে সারা বছর সুখে কাটে পরিবারের। আর এই ধারণা থেকেই অসংখ্য জুয়ার বোর্ড বসে থানার কাছের বিশাল আমবাগানে।

বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর