১৪ জানুয়ারি, ২০১৭ ০৯:০৪

পশ্চিমবঙ্গে ৩২ দিনব্যাপী যাত্রা উৎসব

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে ৩২ দিনব্যাপী যাত্রা উৎসব

পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হয়েছে  ৩২ দিনব্যাপী যাত্রা উৎসব। শুক্রবার কলকাতার বারাসাতে ২১তম এ উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এবারের যাত্রা উৎসবের থিম 'বাংলার জীবনযাত্রা'।

যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং এ প্রাঙ্গণের শিল্পীদের কল্যাণে অনেক আগে থেকেই নানা প্রকল্প গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। শিল্পীদের জন্য স্বাস্থ্য-বীমার ব্যবস্থাও করা হচ্ছে। ২০১৫ সাল থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে গরিব যাত্রা শিল্পীদের বার্ষিক ভাতাও বাড়ানো হয়।

অনুষ্ঠান উদ্বোধনে এসে মমতা ব্যানার্জী বলেন, এটা ২১ তম যাত্রা উৎসব, আমি যাত্রা-শিল্পীদের ও বারাসাতের মানুষকে আমার শুভেচ্ছা জানাই। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করা, শিল্পীদের প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। আমি আমাদের যাত্রা শিল্পীদের স্যালুট জানাই। অভিনয় ও গানের মাধ্যমে মানুষের কাছে সহজেই পৌঁছে যান আপনারা। 

 

বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর