১৬ জানুয়ারি, ২০১৭ ১৩:২৩

আবারও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আগুন

অনলাইন ডেস্ক

আবারও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আগুন

ভারতের বিখ্যাত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় প্রমোদ দার ক্যান্টিন থেকে ওই আগুনের সূত্রপাত। এতে কেউ হতাহত হয়নি। তবে বহুল জনপ্রিয় ওই ক্যান্টিনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। খবর হিন্দুস্থান টাইমসের। 

ক্যান্টিনটির পাশেই প্রশাসনিক ভবন। তবে ক্যান্টিন লাগোয়া না হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ওই প্রশাসনিক ভবনে ২০ জানুয়ারি বক্তৃতা দেয়ার কথা রয়েছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও সাবেক প্রধান মন্ত্রী মনমোহন সিংয়ের। দমকল বাহিনীর ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।  

গত বছরের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সার্ভার কক্ষে লাগা ওই আগুনে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। এর আগে ২০১৪ ও ২০১০ সালেও বিশ্ববিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর