১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৪৪

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যবইতে আসছে ‘সিঙ্গুর’

দীপক দেবনাথ, কলকাতা :

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যবইতে আসছে ‘সিঙ্গুর’

সিঙ্গুর আন্দোলনের ছবি

যে সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে ভারতের পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, এবার সেই সিঙ্গুরই পাঠ্যবইতে স্থান পেতে চলেছে।

সোমবার এই কথা জানিয়েছেন রাজ্যটির শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন বিধানসভার অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সিঙ্গুর আন্দোলনকে কৃষকদের ‘ঐতিহাসিক জয়’ বলে আখ্যায়িত করে শিক্ষা মন্ত্রী জানান অষ্টম শ্রেণির ইতিহাসের পাঠ্যবইতে সিঙ্গুর আন্দোলনের বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরেও তিনি বলেন ‘কৃষকদের কাছে এটা একটা ঐতিহাসিক জয়। সিঙ্গুর আন্দোলনের পাশাপাশি তেভাগা আন্দোলন, কৃষক আন্দোলনও পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও জানান ‘এটা (সিঙ্গুর) হল দেশের ইতিহাসে একটা অন্যতম মাইলস্টোন, তাই এই আন্দোলন সম্পর্কে শিক্ষার্থীদের অবশ্যই বিস্তারিত জানা উচিত’।

পার্থ চ্যাটার্জি জানান ‘ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সিঙ্গুরের কৃষকদের মধ্যে জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পরই সিঙ্গুর আন্দোলনকে মাধ্যমিক পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির বিষয়ে অনুমোদনের জন্য রাজ্যের শিক্ষা মন্ত্রণালয় রাজ্যটির সিলেবাস কমিটির কাছে এসম্পর্কিত একটি প্রস্তাবনা পাঠায়’।  

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর