১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৫৩

১৮ মাস পর মুক্তি পেল 'শুভায়ন' হোমে বন্দি ২ বাংলাদেশি

দীপক দেবনাথ, কলকাতা

১৮ মাস পর মুক্তি পেল 'শুভায়ন' হোমে বন্দি ২ বাংলাদেশি

ভারতের পশ্চিমবঙ্গের ‘শুভায়ন’ হোমে থাকা ২ বাংলাদেশি কিশোরকে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বেলা ১১টার দিকে হিলি সীমান্ত দিয়ে ওই ২ কিশোরকে বিজিবি’এর হাতে তুলে দেওয়া হয়।

এর আগে, হোম থেকে কিশোরদের এসকর্ট করে হিলি সীমান্তে নিয়ে আসা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন হিলি ইমিগ্রেশনের ওসি নাজির হোসেন, বিএসএফ ও শুভায়ন হোমের কর্মকর্তা পরেশ হোড়, বাংলাদেশ ইমিগ্রেশনের ওসি আখতাব হোসেন, বিজিবি’র কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।

দীর্ঘ ১৮ মাস ধরে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সরকারি হোম ‘শুভায়ন’ এ ছিল ওই দুই কিশোর। তারা হলেন মোহম্মদ আলামিন (১৭) এবং মোহম্মদ মোমেন (১৭)। আলামিনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়ি চং থানার অন্তর্গত ফরিজপুরে অন্যদিকে মোমেন বাড়ি রাজশাহীর গোদাবাড়ীতে। কাজের সন্ধানে হিলি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময়ই এদের আটক করে বিএসএফ। এরপরই তাদের পাঠিয়ে দেওয়া হয় শুভায়ন হোমে।


বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর