২১ মার্চ, ২০১৭ ১৮:০৮

পশ্চিমবঙ্গে বিষাক্ত মদপানে প্রাণ গেল ১১ জনের

দীপক দেবনাথ, কলকাতা


পশ্চিমবঙ্গে বিষাক্ত মদপানে প্রাণ গেল ১১ জনের

ভারতের পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ পানে ১১ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের ঘোলা বাজার ও শিবনগরে এ ঘটনা ঘটে। এখন অসুস্থ অবস্থায় অনেকে স্থানীয় বিভিন্ন হাসপাতালগুলিতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে ৯ জনের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে।

এদিকে, বিষাক্ত মদে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় মদের দোকানগুলিতে ভাঙচুর চালায় উত্তেজিত মানুষ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিপুল সংখ্যাক পুলিশ সদস্য।

ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই এই এলাকাতে মদ বিক্রি হলেও পুলিশ নীরব ছিল। বারবার অভিযোগ জানিয়েও কোন সমাধান হয়নি।

জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান ‘রবিবার রাতে বিষাক্ত মদ খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে ওই এলাকার কয়েকজন বাসিন্দা। এরপর রাতেই তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। যে ব্যক্তি ওই মদ তৈরি করেছিলেন, বিষাক্ত মদ পানে তারও মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ সুপার’।

বিডি-প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর