২৭ মার্চ, ২০১৭ ১১:৩৮

পশ্চিমবঙ্গে বিজেপির শক্তি বৃদ্ধি

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে বিজেপির শক্তি বৃদ্ধি

নেতা দুর্নীতি করায় তৃণমূল থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিতে যোগ দিয়েছে শতাধিক মানুষ। এরা সবাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে কর্মরত। গতকাল রবিবার বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও বিধায়ক দিলীপ ঘোষ সবার হাতে দলীয় পতাকা তুলে দেন।

দিলীপ ঘোষ বলেন, আগামীতে বিজেপির আরও শক্তি বাড়বে এই রাজ্যে। কারণ, সাধারণ মানুষ বুঝে গেছে যাদের হাতে রাজ্যের ক্ষমতা রয়েছে তারা রাজ্যের উন্নতি করতে পারবে না।  শুধু তাই নয়, নারদকাণ্ডের ফলে শাসকদলের নেতা, মন্ত্রী ও সাংসদদের প্রকৃত চরিত্র রাজ্যের সাধারণ মানুষের সামনে এসে গেছে।  কিন্তু এরপরেও রাজ্য সরকার এই সমস্ত মন্ত্রীদের সরকারি পদে বহাল রেখে দিয়েছে।  কার্যত সত্যিটা বুঝতে পেরে আগামীতে আরও মানুষ বিজেপিতে যোগ দেবে। 
 
এদিন বিজেপিতে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ভবেন্দ্রনাথ শ্রীবাস্তব, বাণীকেশ সিনহা, শ্যাম ঘোষ, রমা শেঠ, করণ বোঠরা, প্রশান্ত মিত্র, বিনোদ কুমারের মতো পশ্চিমবঙ্গে পরিচিত মুখরাও রয়েছে। এদের বেশিরভাগই আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের ঘনিষ্ট ছিলেন। সম্প্রতি সৌগত রায়ের দুর্নীতির প্রমাণ জনসমক্ষে আসায় তারা বিজেপিতে যোগ দেন।

বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর