২৯ মার্চ, ২০১৭ ২৩:২৯

কবি শ্রীজাতের পাশে দাঁড়ানোয় গণধর্ষণের হুমকি

দীপক দেবনাথ, কলকাতা:

কবি শ্রীজাতের পাশে দাঁড়ানোয় গণধর্ষণের হুমকি

প্রখ্যাত কবি শ্রীজাত বন্দোপাধ্যায়ের বিতর্কিত কবিতা ‘অভিশাপ’-কে সমর্থন করায় এবার গণধর্ষণের হুমকি পেলেন নারী কবি মন্দাক্রান্তা সেন।
গত ১৯ মার্চ ফেসবুকে ‘অভিশাপ’ কবিতাটাটি পোস্ট করেন শ্রীজাত। শ্রীজাতর পোস্ট করা ওই কবিতার শেষের কয়েকটি লাইন ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বলে অভিযোগ। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বিষয়টি যথেষ্ট হইচই পড়ে যায়।
এই বিতর্কের মাঝেই শ্রীজাতের সেই কবিতার প্রশংসা করে বসেন মন্দাক্রান্তা সেন। আর এর পরই তাঁকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়।
রাজা দাস নামে এক ব্যক্তি অত্যন্ত কুরুচিকর ভাষায় ওই হুমকি পোস্ট করেন। বুধবার নিজেই ফেসবুকে সেই হুমকির কথা জানিয়ে বলেন ‘আমাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে’। সেই সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইলে হুমকি মেসেজটিও আপলোড করে দেন মন্দাক্রান্তা।  
এদিন সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন ‘আমি নিজেকে নিয়ে খুব একটা উদ্বিগ্ন নই। মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গেলে আরও বেশি করে লেখা চালিয়ে যেতে হবে এবং প্রচারণা চালিয়ে যেতে হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর