২৩ এপ্রিল, ২০১৭ ১০:১৬

অন্তর্বাস পরে নাচল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

অন্তর্বাস পরে নাচল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ফের ব়্যাগিংয়ের অভিযোগ উঠল ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের সিনিয়ররা অন্তর্বাস পরে নাচতে বলেছে বলে অভিযোগ। গত শুক্রবার রাতে মেইন হোস্টেলের ঘটনাটি ঘটে। সিনিয়রদের ভয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি ব়্যাগিং কমিটির কাছে কিছু বলতে পারেনি প্রথম বর্ষের ছাত্ররা।

নিগৃহীত এক ছাত্র জানায়, শুক্রবার বিশ্ববিদ্যালয় হাফ ছুটি হয়ে যায়। সেইমতো তারা তাড়াতাড়ি মেইন হোস্টেলে চলে যায়। ওইদিন রাতে ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের সকল ছাত্রকে হোস্টেলের মাঠে আসতে বলা হয়। সেইমতো সকলে এসে হাজির হয়। অভিযোগ এরপর তাদের সকলকে জামা কাপর খুলে ফেলতে বলা হয়। মুন্নাভাই এমবিবিএস সিনেমার মতো শুধুমাত্র অন্তর্বাস পরে তাদের নাচতে বলা হয়। এরপর চটুল হিন্দি গানের সঙ্গে ওই রাতে খোলা মাঠে প্রথম বর্ষের ছাত্ররা নাচ করতে বাধ্য হয়।

এদিকে এই ঘটনা সম্পর্কে সঠিক কোন তথ্য নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সোমবার ডিন অফ স্টুডেন্টের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর