২৪ এপ্রিল, ২০১৭ ১১:২৭

বিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক

বিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

কলকাতার পার্ক স্ট্রিটের জিউস গার্লস স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল। সোমবার সকালে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। শুধু তাই নয়, রাস্তার মধ্যে স্কুলের পরিচালনা সমিতির সম্পাদককে বেশ কিছু সময় আটকে রাখেন তারা। খবর কলকাতা টুয়েন্টিফোরের। 

অভিভাবকদের অভিযোগ, গত সেশনে ফি ১১ হাজার রুপি বাড়ানো হয়েছে। এই সেশনে পাঁচ হাজার রুপি বৃদ্ধি করা হয়েছে। নিয়ম ভেঙে ফি বাড়াচ্ছে স্কুল কর্তৃপক্ষ। ডেভলপমেন্ট ফান্ডের নামে ফি নেওয়া হলেও স্কুলের কোনও অবকাঠামোর উন্নয়ন হয়নি। 

স্থানীয় থানা ও শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। তাদের দাবি, বাধ্য হয়েই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে হচ্ছে। বিক্ষোভে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় অভিভাবদের। সবমিলিয়ে সপ্তাহের প্রথম দিনের ব্যস্ত সময়ে কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায় পার্ক স্ট্রিটে। 

 

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর