১৭ মে, ২০১৭ ২১:১১

মাদ্রাসা পরীক্ষায় হিন্দু ছাত্রীর অসামান্য সাফল্য

অনলাইন ডেস্ক

মাদ্রাসা পরীক্ষায় হিন্দু ছাত্রীর অসামান্য সাফল্য

খালাতপুর হাই মাদ্রাসার শিক্ষকরা প্রশমাকে মিষ্টি খাওয়াচ্ছেন

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসায় যে হিন্দু ধর্মের শিক্ষার্থীরাও পড়াশুনা করেন তা অনেকের কাছে অজানা নয়। এবার জানা গেল হাওড়া জেলার মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় প্রশমা শাসমল নামের এক ছাত্রী পুরো রাজ্যে ৮ম হয়েছে। শুধু তাই নয়, ইসলাম ধর্ম শিক্ষায় সে ১০০ নম্বরের মধ্যে ৯৭ নম্বর পেয়েছে। 

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, কোনো হিন্দু ছাত্রী মাদ্রাসা পরীক্ষায় এর আগে এত ভালো ফল করেনি করেনি। সে কারণে, মঙ্গলবার ফল বের হওয়ার পর থেকে প্রশমাকে নিয়ে শুধু হাওড়া নয়, পুরো রাজ্যেই চর্চা হচ্ছে।

হাওড়ার খালাতপুর হাই মাদ্রাসার ছাত্রী প্রশমা শাসমল গণমাধ্যমকে জানায়, "র‍্যাঙ্ক করতে পেরে খুব ভাল তো লাগছেই। পরীক্ষা খুব ভালই হয়েছিল, নম্বরটা আরেকটু বেশী পেলে আরও ভাল লাগত।"

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের সিলেবাসে হাই মাদ্রাসা স্তরে অন্য স্কুলের মতোই ইংরেজি, অংক, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের সঙ্গে আরবি এবং ইসলামি পরিচয় - এই দুটি বিষয়ও পড়তে হয়।

বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর