২০ মে, ২০১৭ ২০:৩০

'আরএসএস না থাকলে পশ্চিমবঙ্গ-কাশ্মীর পাকিস্তানের হাতে চলে যেত'

দীপক দেবনাথ, কলকাতা:

'আরএসএস না থাকলে পশ্চিমবঙ্গ-কাশ্মীর পাকিস্তানের হাতে চলে যেত'

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এবং ড. শ্যামা প্রসাদ মুখার্জি (ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা) না থাকলে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং কাশ্মীর পাকিস্তানের দখলে চলে যেত। শুক্রবার বিধানসভার অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার সময় বিরোধীদের তোপ দেগে আদিত্যনাথ এসব কথা বলেন। 

তিনি আরও বলেন গোটা বিশ্বে আরএসএস হল এমন একটি সংগঠন যারা সরকারের থেকে কোন সুযোগ-সুবিধা নেয় না।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এমনকি কেউ কেউ দেশের জাতীয় সঙ্গীতকে সাম্প্রদায়িকতার সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আরএসএস যদি না থাকতো তবে দেশের মানুষ স্কুলে বন্দে মাতরম গানটা গাইতেই ভুলে যেত।
 
রাজনীতির সঙ্গে যেই সংগঠনের কোন সম্পক্তৃতা নেই এবং সরকারের কাজে হস্তক্ষেপ করে না এমন একটি সংগঠন নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে, সে বিষয়েও আদিত্যনাথ অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এটা একেবারেই ঠিক নয়। রাজ্যের আইন-শৃঙ্খলা প্রশ্নে মুখ্যমন্ত্রী রাজ্যের বিগত সরকারকে তোপ দেগে তিনি বলেন ‘যারা গত ৫ বা ১০ বছর রাজ্যে ক্ষমতায় ছিল তারা আজ আমাদের সরকারের দুই মাসের কাজের হিসাব চাইছে। প্রতিটি ইস্যুতে তারা ওয়াকআউট করছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর