২৩ জুন, ২০১৭ ১২:০৮

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সেই বিচারপতি কারনান

অনলাইন ডেস্ক

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সেই বিচারপতি কারনান

ফাইল ছবি

রাতভর জেলে থাকার পরে বৃহস্পতিবার সকালে ফের অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন বিচারপতি চিন্নাস্বামী কারনান। তাঁর বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গেই তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠান প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তাঁকে ভর্তি করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে তাঁর ঠিকানা আপাতত এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-৭ নম্বর বেড।

বুধবার রাতেও তাঁকে অসুস্থতার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর পরীক্ষা-নিরীক্ষার পরে জেলেই ফেরত পাঠানো হয়। জেলে রাতে তাঁর জন্য বরাদ্দ ছিল ‘স্পেশ্যাল ডায়েট’। আপেল, শসা, ন্যাসপাতি ও টক দই। তাই খেয়ে প্রেসিডেন্সি জেল হাসপাতালের দোতলার একটি বেডে শুয়ে পড়েছিলেন কারনান। সকালে চেন্নাই থেকে বিমানে কলকাতায় এসে সটান প্রেসিডেন্সি জেলে। ধকল তো ছিলই। শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তাই ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু সকাল ছ’টাতেই উঠে পড়েন। হাসপাতালের সামনে একটু হাঁটাহাঁটি করে নেন। জেলের বরাদ্দ চা-বিস্কুট খান। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় জেল সুপারের ঘরে। বেলা দশটা পর্যন্ত সেখানেই ছিলেন। কিন্তু বুকে ব্যথা আর অস্বস্তি শুরু হওয়ায় তাঁকে ফের নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। সূত্র: আনন্দবাজার।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর