১৪ আগস্ট, ২০১৭ ১২:০৬

রক্তের বিনিময়ে সোনার দুল!

অনলাইন ডেস্ক

রক্তের বিনিময়ে সোনার দুল!

প্রতীকী ছবি

রক্তদান সাধারণত স্বেচ্ছায় করা হয়। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে ঘটছে উল্টো ঘটনা। রক্তের বিনিময়ে দেয়া হচ্ছে সোনার দুল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যটির মন্ত্রীরা। খবর আনন্দবাজারের। 

মুচিপাড়া মহিলা সেবা সঙ্ঘ নামের একটি কোম্পানি ব্যানার টানিয়ে রক্তের বিনিময়ে সোনার দুল দেয়ার ঘোষণা দেয়। ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবিও আছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।

মুখ্যমন্ত্রীর সরকারি কার্যালয় নবান্ন থেকে জানানো হয়, রক্তদান স্বেচ্ছায় হয়। সেখানে রক্তদাতাকে বিনিময়ে কোনও রকম দামি জিনিস দেওয়া আইনত নিষিদ্ধ। যারা এই শিবিরের আয়োজন করেছেন, তারা নিয়মের পরোয়া করেননি।

বিডি প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর