২০ নভেম্বর, ২০১৭ ২০:৫২

গায়ের রং কালো হওয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যা

অনলাইন ডেস্ক

গায়ের রং কালো হওয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যা

প্রতীকী ছবি

গায়ের রং কালো হওয়ায় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

আজ সকালে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানার চকদীপা গ্রামের বাড়ির মধ্যে অগ্নিদগ্ধ গৃবধূর মৃতদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। থানার খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে হলদিয়া ভবানীপুর থানার চকদীপা গ্রামের সেখ জাহাঙ্গির মল্লিকের সঙ্গে সুতাহাটা থানার চকলালপুরের বছর ২০ মঞ্জিরার সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ে পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা গৃবধূর গায়ের রং কালোর জন্য অত্যাচার করতে থাকে। প্রায় এই নিয়ে অশান্তি লেগেই থাকত। তবে শ্বশুবাড়ির লোকেরা গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে খুন করে বলে গৃহবধূর বাবার বাড়ির অভিযোগ।
মৃত গৃহবধূর ভাইয়ের অভিযোগ, বোনের গায়ের রং কালো হওয়ায় প্রতিনিয়ত অত্যাচার করতো বোনকে। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা পরিকল্পিত ভাবে খুন করেছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে।

ভবানীপুর থানার ওসি গোপাল পাঠাক জানান, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযুক্তরা পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর