১৬ জানুয়ারি, ২০১৮ ১২:১২

পশ্চিমবঙ্গের কামারহাটিতে বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গের কামারহাটিতে বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটি পৌরসভার উদ্যোগে উদযাপিত হল বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব। দুই দেশের সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে সোমবার সন্ধ্যায় এই মৈত্রী উৎসবের আয়োজন করা হয়। দুই দেশের শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল ফ্যাশন শো।

অনুষ্ঠানের উদ্যোক্তা বিমল সাহা জানান, দুই বাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই মৈত্রী উৎসব। দুই বাংলার কৃষ্টি-সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এক। দুই বাংলার পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বাংলাদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আরও বেশি বেশি উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত।

সম্প্রতি ইলিশ রফতানির থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় শেখ হাসিনার সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুই দেশের সুসম্পর্কের কারণে এটা সম্ভব হয়েছে।

অন্যদিকে, ইন্দো-বাংলা মৈত্রী সমিতি'র বাংলাদেশের তরফে বিশ্বজিৎ বসু রায় জানান, কাঁটাতার দিয়ে দুই বাংলাকে আলাদা করা হলেও আসলে আমরা একই আত্মা। এ উৎসবের মধ্যে দিয়ে দুই পাড়ের সমগ্র বাংলা ভাষাভাসির মানুষের কাছে পৌঁছানো, একে অপরের কাছে সমন্বয় তৈরি করতেই এই উদ্যোগ।

বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর